![বাইকুল্লা জেলে থাকছেন রিয়া](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore//images/movies/movies_latestnews/actress-rheachakrabortys-brother-showik-chakraborty-and-others-shifted-to-taloja-jail52768e79-fc12-4246-83b5-8ba1499af35c-415x250.jpg)
বাইকুল্লা জেলে থাকছেন রিয়া
অন্যদিকে, মাদককাণ্ডে গ্রেফতার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে তালোজা জেলে স্থানান্তরিত করা হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে। শুধু সৌভিককেই নয়, মাদককাণ্ডে ধৃত স্যামুয়েল মিরান্ডা, জায়েদ, বসিত এবং সুশান্তের রাঁধুনি দীপেশকেও তালোজা জেলে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, সৌমিক চক্রবর্তীর সহ মাদককাণ্ডে ধৃত ৫ জনকে আর্থার রোড জেলে রাখার কথা ছিল। তবে ওই জেলে কোয়ারেন্টাইন সেন্টার না থাকার কারণে, তাঁদের তালোজা জেলে স্থানান্তরিত করা হচ্ছে। যদিও রিয়া চক্রবর্তী থাকছেন বাইকুল্লা জেলেই।