বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্ত মামলায়, মাদককাণ্ডে ধৃত রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে ৪ দিনের NCB- হেফাজতের নির্দেশ দিল আদালত। ৯ সেপ্টেম্বর পর্যন্ত সোভিক ও মিরান্ডাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এদিকে মাদককাণ্ডে ধৃত মাদক ব্যবসায়ী কাইজানকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। NCB সূত্রে খবর, ৯ সেপ্টেম্বর পর্যন্ত, ৪ দিন সৌভিক ও মিরান্ডাকে নিজেদের হেফাজতে রেখেই জিজ্ঞাসাবাদ চলবে। প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেফাজতে ইতিমধ্যেই রয়েছেন মাদক সরবরাহকারী আবদুল বসিত পরিহর, জায়েদ ভিলাত্রাও। ৯ তারিখ পর্যন্ত বসিত, ভিলাত্রার সঙ্গে বসিয়েই সৌভিক মিরান্ডাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।
Find Out More: