'বেলা চাও'-এর বাংলা ভার্সনে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিস থেকে সাংবাদিকের শুভেচ্ছা তারকাদের
করোনা আতঙ্কে গৃহবন্দি সবাই। লকডাউনে ঘরবন্দি থেকে কেউ করছে নাচ আবার কেউ গান, আবার কেউ ঘরোয়া কাজে ব্যস্ত। আবার ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ঝুঁকি নিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিস থেকে সাংবাদিকরা তাঁদের কাজ করে যাচ্ছেন। তাঁদের এই লড়াইকে অভিবাদন জানাতেই তৈরি হয়েছে 'লড়ে যাও' মিউজিক ভিডিয়োটি। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'মানি হেইস্ট'-এর দৌলতে 'বেলা চাও' গানটি ইতিমধ্যেই অনেকেই নতুন করে শুনে ফেলেছেন। ১৯৪৩ থেকে ১৯৪৫ ইতালীয় গৃহযুদ্ধের সময় 'বেলা চাও' গানটির উদ্ভব। ইতালীয় এই গানটি উদ্ভব বহু আগে হলেও বর্তমানে এই গানটি নতুন করে মন কেড়েছে অনেকেরই। এবার 'বেলা চাও'-এ উদ্বুদ্ধ হয়ে তৈরি হয়েছে নতুন বাংলা মিউজিক ভিডিয়ো 'লড়ে যাও'। মে দিবসে অনলাইনে মুক্তি পেয়েছে এই গানটি। এই উদ্যোগে সামিল হয়েছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির ৩৬ জন তরুণ তারকা। যাঁদের মধ্যে রয়েছেন সৌরসেনী মৈত্র, তৃনা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, নীল ভট্টাচার্য, পূজারিণী ঘোষ ,ঋতব্রত মুখোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, দেবলীনা কুমার সহ আরও অনেক জনপ্রিয় তারকা।
View this post on InstagramOn a Sunday when things are not right...just a dose of good laugh can make things be positive and better💓 Waiting for such laughter trips 😂❤️ @neel_bhattacharya u are missed majorly❤️ #throwbacksunday #majormissing #instadaily #instagood #stayhome #memoriesrevisited #staysafe #bepositive A post shared by Trina Saha (@trinasaha21) on