![রিয়া চক্রবর্তীর বাবা-মাকে সমন পাঠাল সিবিআই](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore//images/movies/movies_latestnews/actress-rhea-chakrabortys-parents-summoned-by-cbi8bcdea66-9776-450b-b157-5fb7e3472dd9-415x250.jpg)
রিয়া চক্রবর্তীর বাবা-মাকে সমন পাঠাল সিবিআই
অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় এবার রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী এবং মা সন্ধ্য়া চক্রবর্তীকে সমন পাঠাল সিবিআই। তবে মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন না সিবিআই অফিসাররা। কবে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর প্রকাশ্যে আসেনি। তবে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে ৫ দিন ধরে একটানা জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এই প্রতিবেদনের ছবি- ফাইল ছবি