বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে, সুশান্তের মৃত্যুর ২ মাস পার হয়ে গিয়েছে। তবে তাঁকে ভোলেনি তাঁর পরিবার ও অনুরাগীরা। এখনও সুশান্তের ব্যবহৃত বাইকের সামনে তাঁকে খুঁজে বেড়ায় অভিনেতার প্রিয় পোষ্য ফাজ। সম্প্রতি, সুশান্তের পরিবারের তরফে এমনই একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে 'ইউনাইটেড ফর জাস্টিস' (united for justice) বলে একটি নতুন টুইটার অ্যাকাউন্ট খোলা হয়। যেখানে সুশান্ত সংক্রান্ত এবং তদন্ত সংক্রান্ত বিভিন্ন কিছু শেয়ার করা হচ্ছে। সেখানেই সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ফাজ সুশান্তের বাইকের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সুশান্তের ওই বাইকটি তার পাটনার বাড়িতে রাখা রয়েছে। আর সেখানেই রয়েছে ফাজ।
Find Out More: