সুশান্তের মৃত্যুর বিচার চাই, জোর গলায় দাবি অঙ্কিতা-কৃতির

A G Bengali
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। অন্যদিকে,  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বৃহস্পতিবার শীর্ষ আদালতে শুনানি শুরু হয়েছে। সুশান্তের মৃত্যুর মামলায় বৃহস্পতিবার সব পক্ষই তাদের লিখিত আবেদনও জমা দিয়েছে। এদিকে সুশান্তের মৃত্যুর তদন্তে যাতে সত্যিটা প্রকাশ পায়, তার জন্য প্রার্থনা জানালেন অভিনেতার দুই প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখন্ডে এবং কৃতি শ্যানন। সুশান্তের সঙ্গে কী হয়েছিল, এবার সেই সত্যিটা সবার সামনে আসুক। সুশান্তের পরিবার, তাঁর ভক্তদের অধিকার রয়েছে, সত্যি জানার। কোনও ধরনের রাজনৈতিক চাপ ছাড়াই যাতে সবকিছু প্রকাশ্যে আসে, সেই প্রার্থনাও করেন কৃতি। পাশাপাশি সুশান্তের  আত্মা যাতে শান্তি পায়, সেই সুরও শোনা যায় বলিউড অভিনেত্রীর গলায়। 

Find Out More:

Related Articles: