বিমানবন্দরে কি হল ইয়ামি গৌতমের সঙ্গে ?

Biswas Riya

সম্প্রতি গুয়াহাটি বিমানবন্দরে ইয়ামি গৌতমের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে নেটদুনিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে ইয়ামি গৌতমের এক ভক্ত তাঁকে অসমের ঐতিহ্যগত ‘গামোসা’ পরিয়ে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে এলে তাঁর নিরাপত্তারক্ষীরা ঐ ব্যাক্তিকে বাধা দেন, এমনকি ভিডিওতে আরও দেখা যায় ইয়ামি নিজেও ঐ ভক্তের আচরণ দেখে পিছিয়ে আসছেন। এই ভিডিও দেখার পর থেকেই নেটিজেনদের টুইটার আক্রমণের  মুখে পড়েন তিনি।

 

নেটাগরিকদের একাংশের দাবি, ইয়ামি অসমের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। অসমিয়া সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ‘গামোসা’, পরিয়ে সেই ভক্ত কেবল বরণ করে নিতে চাইছিলেন অভিনেত্রীকে। ইয়ামির এই পাল্টা আচরণ মোটেই কাম্য ছিল না। 

 

ইয়ামি গৌতমও নীরব নেই। তিনি জানিয়েছেন, ‘‘আমার আত্মরক্ষার জন্যই এই রকম প্রতিক্রিয়া । কোনও ব্যক্তির অতিরিক্ত কাছে চলে আসা নিয়ে যদি আমি অস্বস্তি বোধ করি তা হলে আমার  মতো সব মেয়েরই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করার অধিকার আছে। কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না।  তবে কোনও অনুচিত আচরণের সম্মুখীন হলে তার বিরুদ্ধে মুখ খোলা খুব জরুরি।’’তিনি আরও বলেছেন, ‘‘এই নিয়ে তিন বার আমি অসমে এসেছি। অসমের শিল্প,সংস্কৃতি, মানুষের প্রতি আমি ভীষণ  শ্রদ্ধাশীল। একটা ছোট ‘সিঙ্গল সাইডেড’ ঘটনার পরিপ্রেক্ষিতে কারও বিচার করা অসংবেদনশীল । ’’

 

পরে তিনি টুইটারে একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে ‘গ্রেট গুয়াহাটি ম্যারাথন ২০২০’ –র একটি অনুষ্ঠানে সেই ‘গামোসা’ পরেই রয়েছেন ইয়ামি। শুধু তাই নয়, ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘এই সুন্দর জাপি ও গামোসার জন্য ধন্যবাদ’’।

 

 

 

Find Out More:

Related Articles: