![পাশে দাঁড়ালেন পথ শিশুদের, নেহা কক্করের ভিডিয়ো ভাইরাল](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/beautiful-singer-neha-kakkar-was-helping-street-childrene756b189-2326-4f66-8a2a-be16680d6fc7-415x250.jpg)
পাশে দাঁড়ালেন পথ শিশুদের, নেহা কক্করের ভিডিয়ো ভাইরাল
বলিউডে অত্যন্ত জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তাঁর সঙ্গে আরও এক সিঙ্গার উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের বিয়ে নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। জল্পনা শুরু হয়েছিল বিস্তর। তার মধ্যেই সুন্দরী গায়িকাকে দেখা গেল পথ শিশুদের পাশে দাঁড়াতে। একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে সেখানে নেহাকে পথ শিশুদের মধ্যে অর্থ বিলিয়ে দিতে দেখা যায়। একজন নয়, পরপর ৩ জনের হাতে টাকা তুলে দিতে দেখা যায় নেহাকে। বলিউড গায়িকার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
View this post on Instagram#nehakishaadi ??? A post shared by Viral Bhayani (@viralbhayani) on