হরভজন সিংয়ের ‘দুসরা’ ইনিংস, নায়কের ভূমিকায় ভজ্জি

A G Bengali

তাঁর স্পিনের জাদুতে বেসামাল হয়েছে তাবড় তাবড় ব্যাটসম্যান। ক্রিকেটের মাঠে তাঁর ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। এবার দ্বিতীয় ইনিংস শুরু করছেন টার্বুনেটর। সিনেমায় নায়কের ভূমিকায় ডেবিউ হতে চলেছে হরভজন সিংয়ের। তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। ছবির নাম ‘ফ্রেন্ডশিপ’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। সেখানে দেখা গিয়েছে দু’জনের হাত একই হাতকড়া দিয়ে আটকানো। একটি হাত হরভজনের। ছবিতে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন। এনিয়ে ফিল্মের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, এই প্রথম ভারতীয় কোনও ফিচার ফিল্মে প্রধান চরিত্রে কোনও ভারতীয় ক্রিকেটারকে দেখা যাবে। হরভজনের ফিল্মি দুনিয়ায় ডেবিউয়ে খুশি অনুরাগীরাও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
They say that God sees those Who risk to jump higher than others

A post shared by Harbhajan Turbanator Singh (@harbhajan3) on

Find Out More:

Related Articles: