কী এমন করলেন মেয়ে সারার আলি খান, যে মুখ ঢাকতে হল অমৃতাকে? দেখুন ভিডিয়ো

GHOSH ARPAN

সারা আলি খান। তিনি এখন বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী। আর হবে নাই বা কেন! প্রথম সিনেমাতেই যথেষ্ট নাম কিনেছেনম তিনি। এছাড়াও রয়েছে হাতে বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি মা অমৃতা সিংকে নিয়ে ডিনারে বের হন সারা আলি খান। রেস্তোরাঁয় পৌঁছে একটি বিশাল (কিং সাইজ) ধোসার সামনে মাকে বসিয়ে দেন সারা। অমৃতাকে ওই বড় মাপের ধোসার সামনে বসিয়ে তাঁর ছবি তুলতে শুরু করেন সারা আলি খান। মেয়ের ওই কীর্তি দেখে প্রথমে হেসে ফেলেন অমৃতা সিং। এরপর মুখ ঢেকে পেলেন তিনি।

 

 


Find Out More:

Related Articles: