আগামী দীপাবলিতে অক্ষয়-কঙ্গনা দ্বৈরথ ?

frame আগামী দীপাবলিতে অক্ষয়-কঙ্গনা দ্বৈরথ ?

GHOSH ARPAN

অক্ষয় কুমারের জন্মদিনের দিনই যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর পরবর্তী ছবি পৃথ্বীরাজের কথা। সেই ছবি ২০২০ সালে দীপাবলিতে মুক্তির কথা জানোন হয়েছে। আর এতেই নতুন দ্বন্দ দেখছে সিনেমা প্রেমীরা। কারণ, পরের বছর দীপাবলিতে কঙ্গনা রানাওয়াতের অ্যকশন মুভি ধকড় মুক্তি পাওয়ার কথা। আর একই সময়ে মুভি রিলিজ হলে কঙ্গনা একটু রুষ্টই হন। এই উদাহরণ আগেও দেখা গিয়েছে। এর আগে বিতর্ক এড়াতে ঋত্বিক তাঁর ছবির ডেট পিছিয়ে দিয়েছিলেন। এবারে অক্ষয় কুমার একই রাস্তায় চলবে কি না সেটাই দেখার। আপাতত ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয় কুমার। আগামী বছর তাঁর তিনটি ছবি মুক্তি পাবে। 

প্রসঙ্গত, যশ রাজ ফিল্মের ব্যানারে যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় করতে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয় কুমারের জন্মদিনে তাঁর ভক্তদের জন্য এই খবর ঘোষণা করল প্রযোজনা সংস্থা। ছবিটির পরিচালক ডক্টর চন্দ্রপ্রাকশ দ্বিবেদী। আগে তিনি চোট পর্দায় চানক্য ধারাবাহিকে নির্দেশনার জাক করেছেন। এছাড়া তাঁরই পরিচালনায় পিঞ্জর ছবিটি অনেক পুরষ্কার পেয়েছে। এবার তাঁর পরিচালতেই আসতে চলেছে পৃথ্বীরাজ চৌহান।

যেহেতু অ্যাকশন মুভিতে তাঁর জুড়ি মেলা ভার, তাই পৃথ্বীরাজের চরিত্রে দর্শককে ভরপুর অ্যাকশন দেখাতে পারবেন তিনি। তবে ছবিতে লুক কেমন হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই কৌতুহল তৈরি হয়েছে তাঁর ভক্তদের। শোনা যাচ্ছে, পৃথ্বীরাজ স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লারকে। যশ রাজ ফিল্মসের হাত ধরেই তাঁর বলিউডে প্রবেশ ঘটছে। সারা ছবি জুড়ে পৃথ্বীরাজ ও সংযুক্তার প্রেম কাহিনি বড় অংশ জুড়েই থাকবে বলে শোনা যাচ্ছে। ২০২০ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।


Find Out More:

Related Articles:

Unable to Load More