টি২০ সিরিজেও অনিশ্চিত রোহিত?

A G Bengali
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রোহিতের চোট সারতে সময় লাগবে। লোকেশ রাহুল টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিলেও টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হতে পারেন হার্দিক। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় ডানহাতের বুড়ো আঙুলে চোট পান রোহিত। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ফিরে এসে ফিল্ডিং না করলেও ব্যাট করতে নেমেছিলেন তিনি। অর্ধশতরান করলেও ভারতকে জেতাতে পারেননি। এর পর তৃতীয় এক দিনের ম্যাচে না খেলেই মুম্বই চলে যান রোহিত। টেস্ট সিরিজেও ফিরতে পারেননি তিনি। এর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলা অনিশ্চিত। রোহিতের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পাণ্ডিয়া।

অন্যদিকে, আইপিএল নিলামের (IPL 2023 Auction) জন্য কোচি প্রস্তুত। আগামিকাল অর্থাৎ শুক্রবার ৪০৫ জন ক্রিকেটার উঠবেন নিলামে। এর মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি। ভিন দেশিদের মধ্যে চার ক্রিকেটার রয়েছে অ্যাসোসিয়েট দেশেরও। ১১৯ ক্রিকেটার ক্যাপড, ২৯৬ জন আনক্যাপড (যাঁরা দেশের হয়ে কখনও খেলেননি)। এবার দল গুছিয়ে নিতে প্রস্তুত ১০ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals), পঞ্জাব কিংস (Punjab Kings), কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad), লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও গুজরাত টাইটান্স (Gujrat Titans)। ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ১৭৪.৩ কোটি টাকা খরচ করতে পারবে নিলামে। হায়দরাবাদের হাতে রয়েছে সব চেয়ে বেশি অর্থ। ৪২. ২৫ কোটি টাকা আছে তাদের পার্সে। সব চেয়ে কম বাজেট রয়েছে কলকাতার। ৭.০৫ কোটি টাকা খরচ করতে পারবে কেকেআর।

Find Out More:

Related Articles: