দেশভক্ত প্রিয়াঙ্কা চোপড়া

Biswas Riya

আবারও ভারতবাসীর হৃদয় জিতলেন প্রিয়াঙ্কা তাও বিদেশে বসেই।তবে এবার কোন ছবিতে অভিনয়ের মাধ্যমে নয়, তিনি হৃদয় জিতলেন এক পাকিস্তানি মহিলার অভিযোগের জবাব ঠাণ্ডা মাথায় দিয়ে।আর সেই উত্তর নেট জগতে সাথে সাথে ভাইরাল হয়ে উঠেছে।তাঁর উত্তরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

গত শনিবার বিউটিকন ফেস্টিভ্যাল লস অ্যাঞ্জেলস ২০১৯ অনুষ্ঠানে এসেছিলেন ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা। সেখানে এসে দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সে সময় পাকিস্তানের এক মহিলা বালাকোট এয়ার স্ট্রাইকের পর প্রিয়ঙ্কার করা একটি টুইট নিয়ে প্রশ্ন তোলেন। তার পর দোষারোপের ভঙ্গিতে প্রিয়ঙ্কার উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি রাষ্ট্রপুঞ্জের গুডউইল অ্যাম্বাসাডর। আর আপনি পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের জন্য উৎসাহিত করছেন! এ ছাড়া আপনার আর কিছু করার নেই। এটাই আপনার ব্যবসা।’’

এই অভিযোগ শুনে প্রিয়াঙ্কা মেজাজ না হারিয়ে শান্তভাবে অভিযোগের উত্তর দিয়ে বলেন  ‘‘আমি ভারতীয়, কিন্তু পাকিস্তানে আমার প্রচুর বন্ধু আছেন। যুদ্ধ আমি পছন্দ করি না। আমি যুদ্ধের পক্ষপাতীও নই। কিন্ত আমি প্রচণ্ড দেশভক্ত। তাই আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য আন্তরিক ক্ষমাপ্রার্থী।’’ 

এরপর তিনি দুই দেশের শান্তি কামনায় আরও বলেন যে ‘‘নিশ্চই এর কোনও না কোনও সমাধান সূত্র বেরোবে। আমরা তত দিন অবশ্যই ধৈর্য ধরব। কারণ, আমরা ভালবাসার পক্ষে।’’ 

 


Find Out More:

Related Articles: