খুনের হুমকি উদিত নারায়ণকে
সঙ্গীতের জগতে উদিত নারায়ণ একটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম। ভারতীয় চলচিত্রে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হলেও নেপালের সঙ্গীত ও চলচিত্রে তিনি এক প্রবাদ পুরুষ । তাঁর অর্জনের তালিকায় রয়েছে ৩ টি জাতিয় চলচিত্র পুরস্কার ও ৫ টি ফিল্মফেয়ার এওয়ার্ড । ভারতের ইতিহাসে উদিত নারায়ণ একমাত্র সঙ্গীত শিল্পী যিনি তিন দশকে (আশি দশক, নব্বই দশক ও শূন্য দশক) ফিল্মফেয়ার এওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্রের গানে অমূল্য অবদান রাখার জন্য ভারত সরকার উদিত নারায়ণকে ২০০৯ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে পদ্মভূষণ পুরষ্কার প্রদান করেছেন। বিবিসির সর্বশ্রেষ্ঠ ৪০ টি গানের তালিকায় উদিত নারায়ণ এর গাওয়া ২১ টি গান স্থান পেয়েছে।উদিত নারায়ণ ৩৬ টির অধিক ভাষায় ২৫০০০ গান গেয়েছেন।
গত একমাস ধরে তিনি লাগাতার ফোনে খুনের হুমকি পাচ্ছেন।প্রথম দিকে গুরুত্ব না দিলেও অবশেষ তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। জানা গেছে ফোনে অপমানজনক কথা ছাড়া খুনের হুমকিও দেওয়া হয়েছে। অবশেষে মুম্বই পুলিসে অপরাধ দমন শাখার জুলুমবাজি দমন শাখা বা এইসি–র সাহায্য চেয়েছেন গায়ক। এখনও এফআইআর রুজু না হলেও প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে চুরি যাওয়া একটি সেলফোন থেকে বিহার থেকে ওই ফোনগুলি করা হচ্ছে।
লক্ষ্মণ নামে কেউ ফোন করছে। সে উদিতকে ফোনে এও দাবি করেছে, তিনি কখন বাড়ি থেকে বেরোন বা বাড়ি ফেরেন সব কিছুই সে জানে। পুলিস আরও জানতে পেরেছে, ওই ফোনটি উদিত নারায়ণ মুম্বইয়ের যে বহুতল আবাসনের বাসিন্দা, সেই আবাসনের নিরাপত্তারক্ষীর। পুলিসকে প্রাথমিক জেরায় ওই নিরাপত্তারক্ষী বলেছেন, তিন মাস আগে বিহারে যখন নিজের বাড়ি গিয়েছিলেন তিনি তখন সেখানেই তাঁর ফোন চুরি গিয়েছিল। পুলিস মনে করছে ওই ফোনে উদিতের নম্বর সেভ থাকায় সহজেই সেটি পেয়ে যায় লক্ষ্মণ। তারপর থেকেই তাঁকে হুমকি দিতে শুরু করে লক্ষ্মণ। আম্বোলি থানার তদন্তকারী অফিসার ভরত গাইকোয়াড় বলেছেন, উদিতের বয়ান থানায় রেকর্ড করা হয়েছে। যেহেতু গায়ক হুমকি ফোন পাচ্ছেন তাই সেই বয়ান নিয়মানুয়ায়ী এইসি–তে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাস খানেক আগে প্রথম ফোন পান উজিত। তারপর এমাসের ১৭ এবং ২৩ তারিখে আরও দুটি ফোন আসে। উদিতের বাড়ির চারপাশে পুলিস মোতায়েন হয়েছে। তাছাড়া সাদাপোশাকেই প্রচুর পুলিস ওই এলাকায় মোতায়েন হয়েছে। যাতে কোনও সন্দেহভাজনের গতিবিধি টের পেলেই পুলিস ব্যবস্থা নিতে পারে।