কার্ত্তিক আরিয়ানের লড়াইয়ের দিনের স্মৃতি
স্টার কিডের সুবিধা তিনি পাননি।বলিউডে নিজের পায়ের জমি শক্ত করতে অনেক লড়াই করতে হয়েছে তাঁকে।অনেক কঠিন লড়াইয়ের পর সাকসেসের মুখ দেখেছেন।সারা আলি খানের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের থেকে একটু বেশিই এগিয়েছে আশা করা যায়।এবার তিনি মুম্বইয়ে নিজের আস্তানাটাও পাকাপাকিভাবে করে ফেললেন।
মধ্য প্রদেশের গোয়ালিয়র থেকে মুম্বই এসে ভারসোভায় কয়েকজন বন্ধুর সঙ্গে একটি ফ্ল্যাটে পেইং গেস্ট হিসেবে থাকতেন কার্তিক৷ ইয়ারি রোডের রাজকিরণ কো-অপারেটিভ সোসাইটির ৪৫৯ স্কোয়ার ফিটের সেই ফ্ল্যাটের সঙ্গে জড়িয়ে ছিল প্রচুর নস্টালজিয়া৷ এবার সেই ফ্ল্যাটই কিনে নিলেন কার্তিক৷তিনি তাঁর লড়াইয়ের দিনের স্মৃতিগুলির সাথেই জড়িত থাকতে চান।
জানা যাচ্ছে ১ কোটি ৬০ লক্ষ টাকায় ওই ফ্ল্যাটটি কিনেছেন কার্ত্তিক৷ মে মাসের শেষের দিকে ৯ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করেছেন তিনি।নিজের টাকায় কেনা নিজের প্রথম ফ্ল্যাট তিনি মা এর নামেই নিয়েছেন।