দুর্গোৎসবকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক, চাইছে রাজ্য

frame দুর্গোৎসবকে ‘হেরিটেজ’ তকমা দেওয়া হোক, চাইছে রাজ্য

Paramanik Akash
দুর্গাপুজো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক মহামিলন। বনেদি বাড়ির ঐতিহ্যই হোক বা থিমের লড়াই – এই কয়েকটা দিন সবাই মেতে ওঠেন নির্ভেজাল আনন্দে। বাংলার এই উৎসবকে হেরিটেজ তকমা দেওয়া হোক চাইছে রাজ্য সরকার। সেই কারণে দুর্গাপুজোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে ইউনেস্কোর প্রতিনিধিদলের জন্য একটি প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই প্রেজেন্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে পর্যটন দফতর।
আরও পড়ুন – মান্নান কার্নিভালে যাওয়ায় বেদম চটে কংগ্রেস কর্মীরা
‘হেরিটেজ তকমা’ দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে এই দলের সদস্যরা দু’দিন ধরে মহানগর পরিদর্শন করেছেন। ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করছেন। রাজ্যে এই বৈঠকটির আয়োজক পর্যটন দফতর।
দুর্গাপুজো ছাড়াও আরও তিনটি বিষয় নিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হচ্ছে। কলকাতার অফিস পাড়া, কলেজ স্ট্রিট ও শোভাবাজার রাজবাড়ি এবং প্রাচীন টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর – এই তিনটির জন্যও হেরিটেজ তকমা চাইছে সরকার।


Find Out More:

Related Articles:

Unable to Load More