দারুন খবর!‌ এবার ট্রেন লেট করলে মিলবে ক্ষতিপূরণ, চলতি মাসেই পরিষেবা চালু।

Paramanik Akash
আর মাত্র দুই দিন পর থেকে আমূল পরিবর্তন রেলে। চলতি মাসেই দেশের প্রথম বেসরকারি ট্রেন চলাচল করবে। আর এই ট্রেন লেট করলেই মিলবে ক্ষতিপূরণ। ৪ অক্টোবর থেকে দিল্লি-লখনৌ রুটে তেজস এক্সপ্রেসের যাত্রা সূচনা করলেন যোগী আদিত্যনাথ।এটাই দেশের প্রথম বেসরকারি ট্রেন। এতদিন ভারতীয় রেল সরকারের ক্ষমতায় থাকলেও। চলতি মাসের ৪ তারিখ থেকে বেসরকারিকরণ হবে। 
কিছুদিন আগে ট্রেন চালানোর জন্য দরপত্র চেয়েছিল রেল। আর সেই দরপত্রে ট্রেন চালানোর অনুমতি পেয়েছে বেসরকারি সংস্থা ইন্ডিয়ান রেলওয়েজ কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)। গত সেপ্টেম্বরেই শুরু হয়েছিল বুকিং। দিল্লি-লখনৌ রুটে এসি কারে ভাড়া পড়ছে ১২৮০ টাকা। চেয়ার কারের ভাড়া ২৪৫০। তবে এই তেজস এক্সপ্রেস দেরিতে গন্তব্যে পৌঁছলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। ভারতে এর আগে ক্ষতিপূরণ দেওয়ার রীতি চালু ছিল না। ১ ঘণ্টা দেরি হলে যাত্রীরা পাবেন ১০০ টাকা, ২ ঘণ্টা দেরি হলে পাবেন ২৫০ টাকা।এই ট্রেনে একাধিক সুবিধা দেবে আইআরসিটিসি। 


Find Out More:

Related Articles: