এবার সাবধান;গাছের গায়ে বিজ্ঞাপন ব্যবহারে কঠোর ব্যবস্থা নিলেন চেন্নাই পুরনিগম। গাছের গায়ে পোস্টার লাগালে মোটা জরিমানা ঘোষণা করল।

frame এবার সাবধান;গাছের গায়ে বিজ্ঞাপন ব্যবহারে কঠোর ব্যবস্থা নিলেন চেন্নাই পুরনিগম। গাছের গায়ে পোস্টার লাগালে মোটা জরিমানা ঘোষণা করল।

Paramanik Akash
এবার সাবধান;গাছের গায়ে বিজ্ঞাপন ব্যবহারে কঠোর ব্যবস্থা নিলেন চেন্নাই পুরনিগম। গাছের গায়ে পোস্টার লাগালে মোটা জরিমানা ঘোষণা করল। পুরনিগমের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, গাছের গায়ে কোনও সংস্থা বিজ্ঞাপন লাগালে ২৫,০০০ জরিমানা দিতে হবে পুরনিগমকে  ৩ বছর পর্যন্ত জেল। ইতিমধ্যে যারা গাছের গায়ে পোস্টার লাগিয়েছেন তাদের পোস্টার সরিয়ে ফেলার জন্য ১০ দিন সময় দিয়েছে পুরনিগম।
রাস্তার পাশে পোস্টার, ব্যানারে ঢাকা গাছ দেখা যায় না দেশে এমন রাস্তা খুঁজে বার করা দুষ্কর। এতে যেমন গাছগুলির ক্ষতি হয় তেমনই বাড়ে দৃশ্যদূষণ। গাছের গা থেকে পোস্টার খুলতে মাঝেমাঝেই উদ্যোগী হন যুবারা। কিন্তু সমস্যা মেটে না। ফের পড়ে পোস্টার ব্যানার। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার গাছে পোস্টার লাগালে জরিমানা ঘোষণা করেছে চেন্নাই পুরনিগম।


Find Out More:

Related Articles:

Unable to Load More