গুটখা ও পানমশলায় নিষেধাজ্ঞা জারি।

Paramanik Akash
 আগামী ৭ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে গুটকা বিক্রি ও মজুদ করার ক্ষেত্রে বিধি-নিষেধ এনেছে রাজ্য সরকার। ফুড সেফটি কমিশনারের পক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে ঘোষণা করা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে এ রাজ্যে গুটখা, পানমশলা, ও তামাক প্রকাশ্যে উৎপাদন, বিক্রি করা যাবে না। উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস৷ আর তামাক, গুটখা সেবনের ফলে ক্যানসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়৷ তাই এই দিনটাকেই বেছে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞা জারি করার দিন হিসেবে৷ কিন্তু এই নির্দেশিকার কিছু লাইন নিয়ে চোখ কপালে উঠছে অভিজ্ঞ মহলের। প্রথম এই নির্দেশিকা এক বছরের জন্য বলা হয়েছে। যার অর্থ চিরকালীন নয়। এর চেয়েও বড় ব্যাপার। নিরদেশিকায় বলা আছে যে সমস্ত গুটকার সাথে জর্দা (TOBACCO) ও নিকোটিন মেশানো থাকে কেবলমাত্র সেই সমস্ত গুটকা বিক্রি ও মজুদ এর ক্ষেত্রে বিধি-নিষেধ আনা হয়েছে। আর এতেই কাজ কতটা হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ ইতিমধ্যেই বড় বড় কোম্পানি গুলি গুটকা তে জর্দা এবং নিকোটিন মেশানো বন্ধ করেছে। বদলে জর্দার জন্য করা হয়েছে আলাদা পাউচ, আর গুটকার জন্য আলাদা পাউচ। ক্রেতারা কিনতে গেলে প্রকাশ্য স্থান থেকে গুটকা বার করে দেয়, এবং ভিতর থেকে জর্দার পাউচ বার করে দেয়। ফলে এই আইন এর প্রভাবে খুব বেশি লাভবান হবেন না রাজ্যবাসী, এমনই মনে করছে অভিজ্ঞ মহল। তবে তা সত্ত্বেও এই ধরণের নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে বাংলার মানুষ। তাদের বক্তব্য , এই আইনের প্রভাবে কিছু তো পরিবর্তন হবে।
 এবার বাংলা জুড়ে বন্ধ হতে চলেছে নেশার দ্রব্য গুটখা ও পানমশলা। এমনটাই নির্দেশিকা জারি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের হেল্থ অ্যান্ড ফ্যামেলি ওয়েলফেয়ার বিভাগ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে চলতি মাসের ৭ তারিখ থেকে এক বছরের জন্য গুটখা ও পানমশলা নিষিদ্ধ করা হয়েছে।


Find Out More:

Related Articles: