এবার রাজ্যের জেলখানাগুলিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কে সংরক্ষণের উদ্যোগ রাজ্য সরকারের

frame এবার রাজ্যের জেলখানাগুলিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কে সংরক্ষণের উদ্যোগ রাজ্য সরকারের

Akash Paramanik

গোটা রাজ্যের বিভিন্ন জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ইতিহাস। ক্রমশই সেই সমস্ত ইতিহাস ধ্বংস হতে বসেছে। তাই সেগুলিকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে শনিবার বর্ধমানে এসে জানিয়ে গেলেন রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। 

এদিন তিনি আক্ষেপের সুরে জানিয়েছেন, তাঁর জ্যোঠামশাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী। দিল্লীর আম্বালায় তাঁর ফাঁসি হয়েছিল। কিন্তু সেখানে একটা শহীদ বেদী ছাড়া আর কিছু করা হয়নি। তিনি জানিয়েছেন, এব‌্যাপারে রাজ্য সরকার পুরনো ইতিহাসকে সংরক্ষণ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই আলিপুরে কিছু কাজ হয়েছে বলে তিনি জানিয়েছেন। 

উল্লেখ্য, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। রয়েছে ফাঁসির মঞ্চও। কিন্তু সে সমস্ত নিদর্শন ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিহাসবিদরা চাইছেন এগুলিকে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা হোক। সাথে ইতিহাস সহ বিবরণ তুলে ধরা হোক সাধারণের সামনে।

Find Out More:

Related Articles:

Unable to Load More