![৫ হাজার বছর পুরোনো মানুষের কঙ্কাল উদ্ধার, কিভাবে অক্ষত রয়েছে দ্বৈত্য কবরস্থান!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/education/virgo_virgo/archeologist-discovered-5000-years-old-human-full-skeleton-99f16e6c-0946-4201-93a5-dafc7e272c92-415x250.jpg)
৫ হাজার বছর পুরোনো মানুষের কঙ্কাল উদ্ধার, কিভাবে অক্ষত রয়েছে দ্বৈত্য কবরস্থান!
৫ হাজার বছর পুরোনো মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনায় হইচই পড়েছে চিনের শানডং শহরের পূর্ব প্রদেশের হলুদ নদীর তীরে। সেদেশের প্রত্নতাত্ত্বিকের একটি দল মাটি খনন করে ৫ হাজার বছর পুরোনো মানুষের কঙ্কাল উদ্ধার করেছে।
এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, 2017 সালে, শানডং বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি প্রত্নতাত্ত্বিকের দল শানডংয়ের জিনানঝর জিয়াজিয়া গ্রামে খননের কাজ শুরু। খননের পর তারা আবিষ্কার করে ৫ হাজার বছর আগের পৃথক শয়নকক্ষ(শোয়ার ঘর) এবং রান্নাঘর সহ 104 বাড়ি। এছাড়াও 205 টি কবর এবং ধ্বংসাবশেষ।
এই সব কবরের মধ্যে একটি কবরের কঙ্কাল দৈত্যাকার দেখা যায়। প্রত্নতাত্ত্বিকরা জানান এই কঙ্কালটি একটি পুরুষের। যার দৈর্ঘ্য 1.9 মিটার লম্বা। “এটি হাড়ের কাঠামোর উপর ভিত্তি করে। তিনি যদি একজন জীবিত ব্যক্তি হলে তাঁর উচ্চতা অবশ্যই 1.9 মিটার অতিক্রম করবে, "শানডং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিদ্যালয়ের প্রধান ফ্যাং হুই বলেন।