স্বর সম্রাট উৎসব ২০১৯-২০

Akash Paramanik

ভারতবর্ষের উচাঙ্গসংগীত-এ পাওয়া সমস্ত মহাতারকাদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র উস্তাদ আলাউদ্দিন খান। তার থেকে তালিম নিয়ে স্বর সম্রাট উস্তাদ আলি আকবর খান-এর হাত ধরে সুদূর আমেরিকায় এবং ইউরোপের বিভিন্ন প্রান্তে ভারতের সংগীত চর্চা প্রসারিত করেন। মাত্র ৫ ডলার এর বিনিময়ে তিনি সরোদ বাজিয়ে বুঝেছিলেন ভারতবর্ষের আন্তরিকতা এবং তাদের বিনয়ী ভাব। এই কথা জানান এখনকার আরেক শিল্পী শ্রী অজয় চক্রবর্তী। সম্প্রীতি একটি সাংবাদিক সম্বলনে এমনি ভাবে স্মৃতি চরণ শুরু করেন তিনি। আগামী ১,৭ এবং ৮-ওই ডিসেম্বর উস্তাদ আলি আকবর খাঁ স্বরণে এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। শেষ অনুষ্ঠান হবে আগামী বছর ১৩-ওই ফেব্রুয়ারি যেখানে পন্ডিত রবি শঙ্কর-এর শতবর্ষ উদযাপন হিসেবে সরোদ বাজাবেন এই অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা পন্ডিত তেজেন্দ্রা নারায়ণ মজুমদার এবং সাথে থাকবে আরেক বিখ্যাত তবলা বাদক উস্তাদ জাকির হুসেইন মহাশয়। অনুষ্ঠান হবে কলকাতার নজরুল মঞ্চে এবং উত্তম মঞ্চে। এছাড়াও এখানে দেখা যাবে পন্ডিত বিক্রম ঘোষ,রনু মজুমদার,কুমার বোস সহ আরো অনেককে। এই বছরে এই অনুষ্ঠান অষ্টম বছরএ পদার্পন করবে। এবং উস্তাদ জাকির হুসেন টানা ৮ বারই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সমস্ত দর্শকদের মন জয় কিরেছেন। এছাড়াও আগের বছরগুলো এখন মন জয় করেছেন পন্ডিত বির্যু মহারাজ, পন্ডিত হরি প্রাসাদ চৌরাশিয়া,পন্ডিত যশরাজ সহ আরও অনেকেই।

Find Out More:

Related Articles: