কলকাতায় এসে দাদার প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর।
অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। ইতিমধ্যেই দামাম বেজেছে ইডেন চত্বরে। ভিড়ে জমজমাট গঙ্গার পাড়ের মহানগরীর ময়দানে আনাচে কানাচে। আজ ঐতিহাসিক পিঙ্ক বল টেষ্ট অর্থাৎ ভারত-বাংলাদেশের প্রথম ঐতিহাসিক গোলাপি বলের টেষ্ট ম্যাচ। খেলা দেখতে হাজির খোদ বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকাল থেকেই একে একে কলকাতায় পৌঁছেছেন তারকারা ৷ যা আরও উত্তাপ বাড়িয়ে দিচ্ছে ৷ সকালে সানিয়া মির্জা-বেঙ্কটেশ প্রসাদ-কপিল দেবের পরেই বাংলায় আসলেন ক্রিকেট মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ বিমানবন্দরে তারকা এক ঝলক দেখার জন্য উন্মাদনা ছিল চরম ৷ সচিনও কলকাতার এই প্যাশনকে কুর্নিশ জানান ৷ দাদাকেও অর্থাৎ সৌরভ গাঙ্গুলি কে প্রশংসা করলেন।
কলকাতায় এসে দাদার প্রশংসা করলেন সচিন তেন্ডুলকর। খেলা দেখতে হাজির খোদ বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।