আমরা নাৎসিবাদী নই , ওয়েইসির সমালেচনার জবাব দিলেন ইইউ এমপিরা

Paramanik Akash
ভারত সফর রত ইউরোপীয় সংসদীয় দলের প্রতিনিধিদের তীব্র ভাষায় আক্রমণ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সুপ্রিমো ও সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। দেশের জনপ্রিয় এই মুসলিম নেতা কাশ্মীর যাওয়া ইউরোপীয় সংসদীয় দলের সদস্যরা নাৎসিবাদী বলে অভিহিত করেছিলেন ওয়েইসি ।
তা অবশ্য খারিজ করে দিয়েছেন ভারত সফররত ইইউ এমপিরা। প্রতিনিধি দলের মুখপাত্র  এ প্রসঙ্গে বলেছেন ,  ‘‘আমরা নাৎসিবাদী নই। সেটা হলে আমরা নির্বাচিত হতাম না। আমাদের নাৎসিপ্রিয় বলায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ।’’ এদিকে গতকাল থেকেই কয়েকটি গণমাধ্যম ও কংগ্রেস দল এই ইস্যুতে মোদী সরকারের তীব্র সমালোচনা করেছিল । তাদের অভিযোগে দেশের বিরোধী নেতারা তো কাশ্মীর যেতে চেয়েছিল তাদেরকে যেতে দেওয়া হয়নি কেন ? কেন আমেরিকার সেনেটার যেতে দেওয়া হল না । দেশের সংবাদ-মাধ্যমে আলোচিত এই সব প্রশ্ন হয়তো আগত সাংসদদের নজরে পড়েছে বলেই মনে হয় । তাই সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে মোদী সরকারের সেই অস্বস্তি বাড়িয়ে ইইউ এমপি নিকোলাস ফেস্ট। বিরোধী দলের নেতা সাংসদদের কাশ্মীরে ঢুকতে দেওয়ার পক্ষে সওয়াল করে তিনি বলেন, ‘‘যদি আপনি ইউরোপিয়ান ইউনিয়নের এমপিদের ঢুকতে দেন তা হলে ভারতের বিরোধী দলগুলিকেও সেই ছাড়পত্র দেওয়া উচিত। সুতরাং, কিছুটা হলেও অসামঞ্জস্য রয়েছে। বিষয়টি দেখা উচিত সরকারের।’’ ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে ২৮ জনের ওই প্রতিনিধি দলটি। সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার পর মঙ্গলবার কাশ্মীরে যাবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। গত ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে উপত্যকায়। আপাতত ল্যান্ডলাইন ও পোস্টপেড টেলি যোগাযোগ সচল হলেও, এখনও উপত্যকার কিছু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।  প্রতিনিধি দলটির কাশ্মীর পরিদর্শনে যাওয়ার কথা টুইটে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কাশ্মীর ইস্যু নিয়ে ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোভাল।


Find Out More:

Related Articles: