স্বামীর থেকে স্ত্রী'র স্যালারি বেশি হলে নিরাপত্তাহীনতায় ভোগেন পুরুষরা!
স্বামীর থেকে স্ত্রী'র স্যালারি বেশি হলে নিরাপত্তাহীনতায় ভোগেন পুরুষরা!
সম্প্রতি এক গবেষণায় এমনটাই উঠে এসেছে। গবেষনায় বলা হয়েছে স্ত্রীয়ের পেশাগত সাফল্য নাকি স্বামীদের নিরাপত্তাহীনতায় ভোগার অন্যতম কারণ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যে পুরুষরা অর্থনৈতিকভাবে পুরোপুরি নিজের স্ত্রীয়ের ওপর নির্ভরশীল হলে, তারাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। শারীরিক সমস্যাও দেখা যায় এই সব পুরুষদের মধ্যে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ছয় হাজার বিবাহিত দম্পতিকে নিয়ে পরীক্ষা চালানো হয় ওই গবেষণায়। এই গবেষণা চলে দীর্ঘ ১৫ বছর ধরে। গবেষণার ফলাফল বলছে স্ত্রী যদি পারিবারিক আয় বাড়াতে সাহায্য করে, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু পারিবারিক আয়ের ৪০ শতাংশ যদি স্ত্রীয়ের আয় হয়ে থাকে তাহলে উদ্বেগজনিত সমস্যায় ভুগতে থাকেন পুরুষেরা। তবে বেশির ভাগ ক্ষেত্রে স্ত্রীর হাতে নিগ্রহের শিকার হন স্বামী-রা