আমেরিকার সরকারি সংস্থা নাপার পক্ষ থেকে তথ্যের স্বাধীনতা আইনে সম্প্রতি (এফওআইএ) মার্কিন সরকারের কাছে ভারত থেকে আশ্রয়ের আবেদন নিয়ে তথ্য জানতে চাওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে ভারত থেকে বিপুল সংখ্যক আশ্রয়ের আবেদনের কথা জানিয়েছেন মার্কিন সরকার। এত বেশি সংখ্যক মানুষের আমেরিকায় আশ্রয় চাওয়াটা যথেষ্ট উদ্বেগের বলে মন্তব্য করেছেন চাহাল। যাঁরা অবৈধ পথে ইতিমধ্যে আমেরিকায় প্রবেশ করেছেন, তাঁদের সরকারিভাবে আশ্রয় প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলে তিনি জানিয়েছেন। তবে কি কারণে এত নাগরিক দেশ ছাড়ছে? তেমন কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত পাঁচ বছরে আমেরিকায় ২২ হাজারেরও বেশি ভারতীয় আশ্রয় চেয়ে আবেদন করেছেন। এঁদের মধ্যে রয়েছেন প্রায় সাত হাজার মহিলা। ভারতে বেকারত্ব এবং অসহিষ্ণুতা থেকে মুক্তি পেতেই এই আবেদন বলে মনে করছেন উত্তর আমেরিকার পাঞ্জাবি অ্যাসোসিয়েশনের (নাপা) প্রধান সতনাম সিং চাহাল।