সাবধান সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ালে হতে পারে জেল,নতুন নিয়ম কার্যকর!
আগামী বছর ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে বিধি নিয়ে আসতে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। সোশ্যাল মিডিয়াতে বিদ্বেষমূলক মন্তব্য, ফেক নিউজ, ট্রোলিং ও দেশ বিরোধী কার্যকলাপ রুখতে ১৫ জানুয়ারির মধ্যে নতুন বিধি আনতে চলেছে কেন্দ্র। চলতি সপ্তাহে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এমন কথাই জানানো হয়েছে। তবে সুত্রের খবরে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে বিধি না মানলে জেল ও জরিমানার ব্যবস্থা থাকবে এই আইনে।
অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল এবং তামিলনাড়ু সরকারের পক্ষের আইনজীবী দু’জনই বলেন, ফেসবুক-হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সেই প্রযুক্তি থাকা উচিত যাতে সরকার চাইলে যে কোনও বার্তা ডিক্রিপ্ট করতে পারে। অর্থাৎসেই বার্তার উৎস, যে প্রথম কোন অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর থেকে পোস্ট বা হয়েছে, কারা কারা ফরওয়ার্ড করেছে— ইত্যাদি বিস্তারিত তথ্য জানাতে পারে ওই সব সংস্থা।