মধ্যবিত্তদের উপর ফের আর্থিক আঘাত ; সঞ্চয়ী ও স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই

Paramanik Akash
সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানতে সুদের হার ফের কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । গত সপ্তাহেই আরবিআই রেপো রেট কমিয়েছে । তারই জের হিসাবে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক আমানতে সুদের হার কমাল । এর ফলে মধ্যবিত্তদের উপর আরও বোঝা চাপল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।
এত দিন সেভিংস ব্যাঙ্কে এক লক্ষ টাকা পর্যন্ত জমার উপর ৩.৫ শতাংশ হারে সুদ দিত এসবিআই। বুধবার ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ কমিয়ে সেই হার ৩.২৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করল এসবিআই। ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে ব্যাঙ্কের তরফে। এদিকে স্থায়ী আমানতে শুধুমাত্র এক বছর থেকে দু’বছরের মেয়াদের ক্ষেত্রেই সুদের হার কমিয়েছে এসবিআই। এ ক্ষেত্রে বর্তমান সুদের হার ছিল ৬.৫ শতাংশ। সেটা ১০ বেসিস পয়ন্ট কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে। এই মেয়াদের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্যও ৭ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৬.৯ শতাংশ। এই হার কার্যকর হবে বৃহস্পতিবার থেকেই।
এই বছরে টানা পাঁচ বার মোট ১৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয়, সেটাই রেপো রেট। এই রেপো রেট কমানোর অর্থ ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ে। অর্থাৎ গাড়ি–বাড়ির ঋণের সুদ কমার সম্ভাবনা থাকে। অন্য দিকে গ্রাহকদের আমানতের উপর সুদ দিতেও চাপ বাড়ে ব্যাঙ্কের উপর। সেই কারণেই স্থায়ী এবং সঞ্চয়ী আমানত দুই ক্ষেত্রেই এসবিআই সুদ কমিয়ে দিল বলে মনে করা হচ্ছে। 
মোদী সরকারের আমলে ব্যাঙ্কিং সেকটরের বিশ্বাসযোগ্যতা অনেকটাই কমে গেছে । সাধারন মানুষ সরকারি ব্যাঙ্কে টাকা রাখতে ভয় পাচ্ছে । আর চাকরিজীবী ব্যাঙ্ক থেকে তাদের জমা টাকা তুলে নিচ্ছে ফলে নগদ সংকটে । নগদের সংকট থেকে উদ্ধার পেতে মরিয়া উঠেছে সরকার । তাতে সুদের হার কমিয়ে চলেছে । এতে যে সাধারন মানুষের উপর সরাসরি প্রভাব পড়ছে সেদিকে কোনো খেয়াল নেই সরকারের।


Find Out More:

Related Articles: