আরও এক বাঙালির ঘরে নোবেল এল;মুখ উজ্জ্বল বাংলার

Paramanik Akash
১৯৯৩ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেনের পরে আরও এক আদ্যন্ত বাঙালি  মুখ উজ্জ্বল করল , ফের একবার প্রমাণ করে দিল বাঙালিরা কোন বিষয়ে পিছিয়ে নেই । আরো একবার নোবেল এল বাঙালির ঘরে ।অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় , অর্থনীতিবিদ এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমারের সঙ্গে একযোগে পৃথিবীর সর্বোচ্চ সম্মান পাচ্ছেন এই বাঙালি অর্থনীতিবীদ । অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী এস্থার ডাবলু একজন ফরাসি মার্কিন অর্থনীতিবিদ এবং মার্কিন অর্থনীতিবিদ
প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বঙ্গসন্তান নোবেলজয়ী অমর্ত্য সেনের ছাত্র ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । দারিদ্র দূরীকরণ নিয়ে তাঁর উল্লেখযোগ্য কাজের জন্য এই সম্মানে সম্মানিত করা হচ্ছে তাকে ।
আরো কত বঙ্গসন্তান লুকিয়ে আছে এই বাংলার বুকে যারা ভবিষ্যতে হয়তো আরো একবার না অনেকবার বাঙালির মুখ উজ্জ্বল করতে এগিয়ে আসবে ।


Find Out More:

Related Articles: