মধ্যবিত্তের সাধ্যের মধ্যে BMW বাইকে‌ কিনলেই মিলবে বিনামূল্যে বিমান ও রেজিস্ট্রেশন!

Paramanik Akash
উৎসবের মরশুমে মোটরসাইকেলে আকর্ষণীয় অফার নিয়ে এসেছিল BMW। উৎসবের মরশুমে BMW G 310 R আর BMW G 310 GS কিনলে বিনামূল্যে বিমা ও রেজিস্ট্রেশন করে দিচ্ছিল জার্মান কোম্পানিটি। এই দুই মোটরসাইকেল জার্মানিতে ডিজাইন হলেও তামিলনাড়ুর হসুর কারখানা থেকে তৈরি হয় BMW G 310 R আর BMW G 310 GS। চলতি বছর দীপাবলির আগে গোটা দেশে 600-র বেশি বুকিং পেয়েছে BMW G 310 R।
BMW G310R একটি স্ট্রিটফাইটার বাইক, অন্যদিকে BMW G310GS একটি এন্ট্রি লেভেল অ্যাডভেঞ্চার বাইক। বেঙ্গালুরুর কাছে হসুরে TVS এর কারখানায় এই বাইক তৈরি হয়। ইতিমধ্যেই এই কারখানায় তৈরী বাইক সারা পৃথিবীতে রপ্তানি করে BMW।
দুটি বাইকেই 313 cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিনে 34 bhp শক্তি আর 28 Nm টর্ক পাওয়া যাবে। দুটি বাইকেই একই 6 স্পিড গিয়ার-বক্স ও চ্যাসিস ব্যবহার হয়েছে। সর্বোচ্চ 145 কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারবে BMW G310R। অন্যদিকে BMW G310GS এর সর্বোচ্চ গতি 143 কিমি প্রতি ঘণ্টা।
BMW G310R তে কোম্পানির প্রিমিয়াম S 1000 R বাইক থেকে অনুপ্রাণিত নেকেড ডিজাইন ব্যবহার হয়েছে। অন্যদিকে অ্যাডভেঞ্চার বাইক হওয়ার কারণেই BMW G310GS তে অন্য ডিজাইন ব্যবহার হয়েছে।


Find Out More:

Related Articles: