শুভমানের নয়া রেকর্ড
শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু করলেন শুভমান গিল। অনবদ্য ডাবল সেঞ্চুরি তো করেছেনই। সেইসঙ্গে গড়েছেন দুরন্ত রেকর্ড। দ্রুততম ভারতীয় হিসেবে ১০০০ রান পূর্ণ করলেন তিনি। ১০০০ রান করতে মাত্র ১৯টি ইনিংস নিয়েছেন তিনি। এর আগে এই রেকর্ড যুগ্মভাবে ছিল বিরাট কোহলি (Virat Kohli) এবং শিখর ধাওয়ানের। তাঁরা নিয়েছিলেন ২৪ ইনিংস। তাঁদের থেকে পাঁচটি ইনিংস আগেই এই কীর্তি করে দেখালেন গিল।
টসে জিতে আজ ব্যাটিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি এবং তাঁর ওপেনিং পার্টনার গিল ভালোই শুরু করেছিলেন। ওপেনিং জুটিতে ওঠে ৬০ রান। ৩৮ বলে ৩৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ফার্স্ট ডাউনে নেমে বিরাট কোহলি এদিন তাড়াতাড়ি আউট হয়ে যান। ১০ বলে মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে যান তিনি। বাঁ হাতি স্পিন কিংবা লেগ স্পিন খেলতে বরাবরই একটু সমস্যায় পড়েন কোহলি।