অবশেষে মুখ খুলল আইসিসি

frame অবশেষে মুখ খুলল আইসিসি

A G Bengali
সংবাদ সংস্থা পিটিআইকে আইসিসির এক কর্তা বলেন, “ভারতীয় দল খাবার নিয়ে আমাদের বলেছে। আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে। খুব তাড়াতাড়ি সব ঠিক করে দেওয়া হবে।” টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের খাবার এবং থাকার ব্যবস্থা করে আইসিসি। আয়োজক দেশ এটার মধ্যে থাকে না। ভারতীয় বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেন, “ভারতীয় ক্রিকেটাররা প্রতিবাদ জানিয়ে খাবার খাননি এমনটা নয়। কেউ কেউ ফল খেয়েছে। কিন্তু সকলে মধ্যাহ্নভোজ চাইছিল। সেই কারণে হোটেলে ফিরে গিয়ে খেয়েছে তারা।”


সিডনিতে নেদারল্যান্ডস ম্যাচের আগে জোড়া সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় শিবিরকে। একে তো অনুশীলনের পর টিম ইন্ডিয়াকে দেওয়া হয়েছে নিম্নমানের খাবার। খাবারের মধ্যে ছিল ফল-মূল আর ‌মাংসের তৈরি এক জাতীয় খাবার, যার নাম ‘ফালাফেল’। এমনকী স‌্যান্ডউইচ পর্যন্ত তৈরি করে রাখা ছিল না। খাবারের এ হেন অব‌্যবস্থা দেখে ভারতীয় ক্রিকেটাররা নাকি তীব্র বিরক্ত হন। এতটাই যে, না খেয়ে তাঁরা মাঠ ছেড়ে চলে যান। কোনও কোনও ক্রিকেটার বলে দেন যে, প্র‌্যাকটিস করে এসে শুধু স‌্যান্ডউইচ খেয়ে খিদে মেটানো সম্ভব নয়। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার নেদারল‌্যান্ডসের বিরুদ্ধে সিডনিতে খেলতে নামবে ভারত। কিন্তু সিডনি মাঠে কোহলিরা প্র‌্যাকটিস করার সুযোগ পাবেন না। তাঁদের যেতে হবে ৪২ কিলোমিটার দূরের ব্ল‌্যাকটাউনে। সিডনিতে বাকি সব দলকে অনুশীলনের সুযোগ দেওয়া হলেও ভারতকে দেওয়া হচ্ছে না। যা নিয়েও নাকি বেশ ভাল রকম ক্ষুব্ধ ভারতীয় টিম। টিম ম্যানেজমেন্ট নাকি সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনই করা হবে না। ক্রিকেটাররা ওই ৪২ কিলোমিটার ম্যাচের আগের দিন যাতায়াত করতে চাইছেন না।

Find Out More:

Related Articles:

Unable to Load More