রুপো জয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের

A G Bengali
হরমনপ্রীত কৌরের দল হারল ৯ রানে। অধিনায়ক হরমন নিজে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেললেন। জেমাইমা রদ্রিগেসও ৩৩ রান করলেন। কিন্তু শেষ দিকে অভিজ্ঞ কোনও ব্যাটার না থাকার ফল ভুগতে হল। অস্ট্রেলিয়ার আট উইকেটে ১৬১ রানের জবাবে ভারত শেষ ১৫২ রানে। সোনা জেতা হল না। রুপোতেই এ বারের মতো সন্তুষ্ট থাকতে হল। অনেকেরই এই ম্যাচ দেখে মনে পড়ে গিয়েছে ২০১৭ বিশ্বকাপের ফাইনালের কথা। সে বার ইংল্যান্ডের বিরুদ্ধেও ভাল খেলে শেষ মুহূর্তে এসে হারতে হয়েছিল ভারতকে। কমনওয়েলথ ক্রিকেটের ফাইনালেও তাঁর ব্যতিক্রম হল না। এ বারই প্রথম কমনওয়েলথে মহিলাদের ক্রিকেট শুরু করা হয়। প্রথম বারই তা জিতে নিল মহিলাদের ক্রিকেটে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ৫০ ওভারের বিশ্বকাপ, ২০ ওভারের বিশ্বকাপের পর এ বার কমনওয়েলথেও সোনা জিতল অস্ট্রেলিয়া। হারলেও ভারতের ফিল্ডারদের প্রশংসা করতে হবে। প্রথমে সামনে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাকগ্রাকে ফেরালেন রাধা। এর পর বাউন্ডারির ধারে এক হাতে অসাধারণ ক্যাচ নিয়ে মুনিকে ফেরালেন দীপ্তি শর্মা। এ ছাড়া দু’টি রান আউট তো আছেই। ফিল্ডিং মিস খুঁজেই পাওয়া যাবে না। হরমনপ্রীতদের ফিল্ডিংয়ের জন্যেই লক্ষ্যমাত্রা অনেক কম ছিল।

ভারতের পারফরম্যান্স দেখে ট্যুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক লেখেন, 'রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। তবে হতাশ হয়েই দেশে ফিরবে তারা। কারণ ভারতের জেতা ম্যাচ ছিল।' এজবাস্টনে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে। ওপেনার বেথ মুনি ( ৪১ বলে ৬১), ল্যানিং (২৬ বলে ৩৬), অ্যাশলে গার্ডনারের (১৫ বলে ২৫) ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৬১ রানেই। রেনুকা সিং ও স্নেহ রানা নেন দুইটি করে উইকেট। দীপ্তি শর্মা ও রাধা যাদব পান একটি করে উইকেট। 

Find Out More:

Related Articles: