আজ থেকে শুরু সাদা বলের লড়াই

A G Bengali
শেষ পর্যন্ত কোভিডকে (Covid 19) হার মানিয়ে ম্যাচ খেলার জন্য শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত রোহিত শর্মা (Rohit Sharma)। ৭ জুলাই থেকে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। মাঠের বাইরে বসেই তাঁকে দেখতে হয়েছে এজবাস্টন টেস্টে দলের হার। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সেই হতাশার কথাই বলেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘মাঠের বাইরে বসে খেলা দেখতে একটুও ভাল লাগে না। খেলতে না পারলে খারাপ তো লাগেই। বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশের বাইরে থাকা খুবই হতাশার।’’ কোভিডের জন্য খেলতে পারেননি টেস্ট। এখন সম্পূর্ণ সুস্থ রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ম্যাচগুলোয় তিনিই নেতৃত্ব দেবেন। কোভিড নিয়ে অধিনায়ক বলেছেন, ‘‘দু’দিন বেশ কাবু ছিলাম। দ্রুত সেরে উঠতে পেরেছি। স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরে ভাল লাগছে। এখনও কোনও সমস্যা নেই। টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছি।’’

আইপিএলে গতিতে নজরকাড়া উমরান মালিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দেশের হয়ে দু’টি ম্যাচ খেলে তেমন সফল হতে না পারলেও উমরানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে কি খেলবেন উমরান? সরাসরি উত্তর না দিয়ে রোহিত বলেছেন, ‘‘উমরান ভীষণ ভাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের ভাবনায় রয়েছে। ওকে নিয়ে পরিকল্পনা রয়েছে আমাদের। ওকে প্রথমে বুঝতে হবে, দল ওর কাছ থেকে ঠিক কী চাইছে। বিশ্বকাপের আগে হাতে কিছু সময় রয়েছে। কয়েকজনকে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ রয়েছে।’’

Find Out More:

Related Articles: