ঋদ্ধির ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন

A G Bengali
রবিবারই ঋদ্ধিমান সাহার ৬৭ রানের সৌজন্যে চেন্নাইকে হারিয়েছে গুজরাত। ভারতীয় দলের উইকেটকিপারের ছন্দে মুগ্ধ গ্যারি কার্স্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ মনে করছেন, প্রতি ম্যাচে পাওয়ার প্লে-তে ঋদ্ধি একাই তফাৎ গড়ে দিচ্ছেন। গুজরাতের মেন্টর হিসেবে দলের সঙ্গে রয়েছেন কার্স্টেন। রবিবার ম্যাচের পর তিনি বলেছেন, “ঋদ্ধিকে নিয়ে আমরা খুব খুশি। ওকে দলে পেয়ে অনেক সুবিধা হয়েছে আমাদের। সত্যিকারের পেশাদার ক্রিকেটার ও। তা ছাড়া আইপিএল এবং বাকি ফরম্যাটে ওর অভিজ্ঞতার সুফল পাচ্ছি আমরা।” কার্স্টেন যোগ করেন, “খেলার পরিস্থিতিটা খুব ভাল বুঝতে পারে এবং পাওয়ার প্লে-র সময়টা কাজে লাগাতে পারে। আমাদের কাছে ও মূল্যবান সম্পদ। যখনই ওকে দরকার, তখনই এগিয়ে আসে এবং দলকে সাহায্য করে। ওকে নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারব না। কারণ কী ভাবে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে সেটা ওর থেকে ভাল কেউ জানে না। শর্ট বলে ওর খেলা দেখে আমি মুগ্ধ।”

অন্যদিকে, উত্তরবঙ্গে যদিও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। তাই ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তরবঙ্গ এবং সিকিমে। এদিকে, আজ শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার বাড়বাড়ন্তও রয়েছে।

Find Out More:

Related Articles: