কলকাতা ম্যাচে নতুন নজির। আইপিএলে সিরাজের পর হর্ষলই এক মাত্র বোলার যিনি একই ম্যাচে দু’টি মেডেন ওভার করলেন। এ বারও দু’জনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলছেন। শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার ওভার বল করে হর্ষল ১১ রান দিয়ে দু’উইকেট নেন। হর্ষলের মতো সিরাজও এক ম্যাচে দু’টি মেডেন ওভার করার নজির গড়েছিলেন কেকেআরের বিরুদ্ধে। ২০২০ সালের আইপিএলে কলকাতার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের সেই ম্যাচে চার ওভার বল করে সিরাজ দু’টি মেডেন করেছিলেন। আট রান দিয়ে তুলে নিয়েছিলেন রাহুল ত্রিপাঠী, নীতীশ রানা ও টম ব্যান্টনের উইকেট। তিনিই ম্যাচের সেরা হয়েছিলেন। বুধবার অবশ্য হর্ষল নন, ম্যাচের সেরা হন আরসিবি-র ওয়ানিন্দু হসরঙ্গ।
অন্যদিকে, বুধবার বিকেলে মোহনবাগানের নতুন কর্মসমিতির প্রথম বৈঠক হয়। এই বৈঠকে নতুন সভাপতি নির্বাচন করার কথা ছিল। কিন্তু নতুন সভাপতি নির্বাচন করতে পারেননি কর্তারা। আগামী দিনে কর্মসমিতির দ্বিতীয় বৈঠকে নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। সভাপতির নাম নির্বাচন করা না হলেও চার সহ-সভাপতিকে বেছে নিয়েছেন কর্মসমিতির সদস্যরা। ছয় সহ-সভাপতির মধ্যে আপাতত যে চারজনকে বেছে নেওয়া হল তাঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ও মন্ত্রী। এঁরা হলেন অরূপ রায়, মলয় ঘটক ও কুনাল ঘোষ। চতুর্থ জন হলেন অসিত চট্টোপাধ্যায়। বাকি দুই সহ সভাপতির নাম শীঘ্রই জানানো হবে।