অস্ট্রেলিয়ার কাছেও হার পাকিস্তানের

A G Bengali
ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হারতে হল বিসমাহ মারুফদের। মঙ্গলবার ৭ উইকেটে হেরে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব বিভাগেই হেরে যায় তারা। প্রথমে ব্যাট করে ১৯০ রান করে পাকিস্তান। অধিনায়ক মারুফ ৭৮ রানে অপরাজিত থাকেন। ১২২ বলে এই রান করেন তিনি। ওপেনাররা ব্যর্থ হওয়ার পর মারুফ দলের হাল ধরলেও তাঁকে আলিয়া রিয়াজ ছাড়া কেউ সাহায্য করতে পারলেন না। আলিয়া ৫৩ রান করেন। ৫০ ওভার ব্যাট করলেও মাত্র ১৯০ রান তুলতে পারে পাকিস্তান। অস্ট্রেলিয়ার আলানা কিং দুই উইকেট নেন। একটি করে উইকেট নেন মেগান শ্যুট, এলিজ পেরি, আমান্ডা জেড এবং নিকোলা ক্যারি।

নিজের মতো করে শেন ওয়ার্নকে স্মরণ করলেন রবিচন্দ্রন অশ্বিন। টিম ইন্ডিয়ার এই অফ স্পিনার তাঁর ইউটিউব চ্যানেলে স্পিন লেজেন্ডের নানান দিক তুলে ধরেছেন। অশ্বিন বলেছেন, "আমার মতে শেন ওয়ার্ন ক্রিকেট দুনিয়ায় স্পিন বোলিংয়ের বাহক ছিল। ওঁর জন্যই স্পিন বোলিং এগিয়ে গিয়েছে। ওঁকে দেখে যেমন তরুণ প্রজন্ম উদ্দীপ্ত হয়েছে, তেমনই অনিল কুম্বলে ও মুথাইয়া মুরলিধরনের মতো স্পিনাররা দেখিয়েছে দাপট।" এরপরেই তিনি ফের বলেন, "আমার কাছে শেন ওয়ার্ন বেশ মজাদার মানুষ মনে হয়েছে। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটারের কাছ থেকে শেন ওয়ার্নের ব্যাপারে শুনেছি। সেইজন্য ওঁর চলে যাওয়া এখনও বিশ্বাস করতে পারছি না।" ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট। ১৯৪টি একদিনের ম্যাচে ২৯৩টি উইকেট দিয়ে ওয়ার্নকে মাপা উচিত নয়। এমনটাই মনে করেন অশ্বিন। সেই বিষয় নিয়ে বলতে গিয়ে ছোটবেলায় ওয়ার্নের দুর্ঘটনার কথাও উল্লেখ করেছেন।

Find Out More:

Related Articles: