যশ ধুলের, নাম উঠল ইতিহাসে

A G Bengali
তৃতীয় খেলোয়াড় হিসেবে রঞ্জিতে অভিষেক ম্যাচেই দুই ইনিংসে শতরান হাঁকালেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। যে নজির নেই সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো ভারতীয় ক্রিকেটের তারকাদেরও। গুয়াহাটিতে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৩ রান করেন ইয়াস। দ্বিতীয় ইনিংসেও সেই ছন্দ ধরে রাখেন। তাঁকে তেমন সমস্যায় ফেলতে পারেননি তামিলনাড়ুর বোলাররা। নিজের স্বাভাবিক ছন্দে খেলতে থাকেন ধুল। দেখে মনেই হচ্ছিল না যে এটাই রঞ্জিতে ধুলের অভিষেক ম্যাচ। ক্রমশ নিজের শতরানের দিকে এগিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত শাহরুখ খানের বলে চার মেরে ২০০ বলে সেঞ্চুরি পূরণ করেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

অন্যদিকে, প্রত্যাশামতোই তিন ফরম্যাটের জন্য জাতীয় দলের দায়িত্ব পেলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর স্বেচ্ছায় নেতৃত্ব থেকে সরে দারিয়েছিলেন বিরাট কোহলি। তখন থেকেই বোঝা গিয়েছিল যে টেস্ট দলের নতুন নেতা হবেন 'হিট ম্যান'। সেই খবরে সিলমোহর দিল বিসিসিআই। শনিবার বিকেল ৪টে নাগাদ মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা জানিয়ে দেন যে একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলানোর পর এ বার থেকে লাল বলের ক্রিকেটেও দলের দায়িত্ব সামলাবেন রোহিত। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দলও ঘোষণা করে দিয়েছে বোর্ড। চেতনের মতে ঘরের মাঠে এই সিরিজের জন্য চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে ও ঋদ্ধিমান সাহা-কে বাদ দেওয়া হয়েছে। কেএল রাহুলের চোট এখনও সারেনি। তাঁকে বিশ্রাম দিয়েছে জাতীয় নির্বাচক কমিটি। এ দিকে চোট সারিয়ে দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পেলেও সিরিজ শুরুর আগে ফিটনেস পরীক্ষার পাশ করতে হবে তাঁকে। বিসিসিআই-এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

Find Out More:

Related Articles: