প্রোটিয়াদের দেশে এক দিনের সিরিজ নাও খেলতে পারেন বিরাট কোহলি। কারণ, মেয়ে ভামিকার প্রথম জন্মদিন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে নাকি এ কথা জানিয়ে দিয়েছেন সদ্য এক দিনের দলের নেতৃত্ব হারানো কোহলি। তবে শুধুই মেয়ের জন্মদিন, নাকি নেপথ্যে অন্য কারণও রয়েছে? এক সংবাদমাধ্যম জানিয়েছে, কোহলি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। গত বছর ১১ জানুয়ারি জন্ম হয়েছিল ভামিকার। ভারতের শেষ টেস্ট শুরু হচ্ছে সে দিন। শেষ ১৫ জানুয়ারি। ১৯ জানুয়ারি থেকে শুরু এক দিনের সিরিজ। টেস্ট সিরিজ শেষ হলে পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা রয়েছে কোহলির।
অন্যদিকে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ট্যুইটারে লেখেন, "বিরাট কোহলি জানিয়েছে যে, ওয়ানডে সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না। অন্যদিকে রোহিত শর্মা আসন্ন টেস্টে খেলছেন না। বিরতি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও একটু ভাল হতে পারত। এটা দু'জনের দ্বন্দের অনুমানকে আরও জোরাল করে। ক্রিকেটের অন্যদিকটার কথাও ছাড়া যাচ্ছে না।" "বিরাট কোহলি জানিয়েছে যে, ওয়ানডে সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না। অন্যদিকে রোহিত শর্মা আসন্ন টেস্টে খেলছেন না। বিরতি নেওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। কিন্তু সময়টা আরও একটু ভাল হতে পারত। এটা দু'জনের দ্বন্দের অনুমানকে আরও জোরাল করে। ক্রিকেটের অন্যদিকটার কথাও ছাড়া যাচ্ছে না।" আজহারউদ্দিনের মতো এমন এক ক্রিকেটীয় চরিত্রের থেকে এহেন মন্তব্য নিঃসন্দেহে ফ্যানদের বিরাট-রোহিত ইস্যুতে বেশি করে ভাবাবে, তা বলাই যায়।