ফের একবার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) হারানো আসন পুনরুদ্ধার করল টিম ইন্ডিয়া (Team India)। নিউজিল্যান্ডকে সরিয়ে একে চলে এল ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ড চলে এল দুয়ে। ১২৪ পয়েন্টের সুবাদে এখন একে কোহলির টিম। তিনে অস্ট্রেলিয়া (১০৮) ও চারে ইংল্যান্ড (১০৭)। ২০২০ সালের মে মাসে ভারত এক নম্বর আসন খুইয়েছিল। ২০১৬-১৭ মরসুমে একে এসেছিল ভারত। সেই সময় ভারত পাঁচটি টেস্ট সিরিজ খেলেছিল। পাঁচটিই জেতে তারা। এর মধ্যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও ছিল। ভারত সেই সেময় রেকর্ড সংখ্যক ১২টি টেস্ট জিতেছিল। হারতে হয়েছিল একটিতে। সেই সময় অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছেও হারে এবং ক্যাঙারু বাহিনীকে পরাজয় স্বীকার করতে হয় ভারতের কাছেও।
অন্যদিকে, রাহাণের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারলেন না ভারত অধিনায়ক। গত ১৬টি টেস্টে রহাণের ব্যাটিং গড় মাত্র ২৪.৩৯। শেষ শতরান এসেছে বছর খানেক আগে বক্সিং ডে টেস্টে। দ্বিতীয় টেস্টে মোট ৩৯ রান করেছেন। মিডল অর্ডারে ভারতকে ভরসা দেওয়ার মতো অনেক ব্যাটার থাকায় রহাণের জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সোমবার কোহলি বলেছেন, “অজিঙ্কর ছন্দ আমি বিচার করতে চাই না। কেউই কারওর ছন্দ এ ভাবে বিচার করতে পারে না। কারণ, একজন ক্রিকেটারই সব থেকে ভাল জানে কোন জায়গায় তার উন্নতি করা উচিত। তবে অতীতেও আমি বলেছি, যারা আগে গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন পরিস্থিতিতে রান করেছে তাদের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। আমরা এমন পরিস্থিতি কখনও ড্রেসিংরুমে তৈরি করতে চাই না যেখানে কোনও ক্রিকেটার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়বে এবং চাপে পড়ে যাবে।”