শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের কাছেও হার শাকিব আল হাসানদের। ৮ উইকেটে জয় পেল ইংল্যান্ড। ২০ ওভারে ১২৪ রান করে বাংলাদেশ। মাত্র ১৪.১ ওভারে ১২৬ রান তুলে জিতে যায় ইংল্যান্ড। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৪ রানের মধ্যে দুই ওপেনার লিটন দাস (৯) এবং মহম্মদ নইমকে (৫) হারিয়ে শুরুতেই বিপদে পড়ে তারা। ব্যর্থ হন শাকিব আল হাসানও (৪)। মুশফিকুর রহিম (২৯) এবং মাহমুদুল্লাহ (১৯) চেষ্টা করলেও ইংরেজ বোলাররা কখনও ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি তাঁদের। প্রথম ম্যাচের মতো এই বাংলাদেশের বিরুদ্ধেও সফল টাইমল মিলস। তিনটি উইকেট নেন তিনি। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা কিছুটা রান করায় বাংলাদেশের রান একশো পার করে। নুরুল হাসান (১৬), মেহেদি হাসান (১১) এবং নাসুম আহমেদ (১৯) বাংলাদেশকে পৌঁছে দেয় ১২৪ রানে। তবে সেই লক্ষ্য কখনও কঠিন ছিল না ইংল্যান্ডের জন্যও।
অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপের (২০ ও ৫০ ওভারের মিলিয়ে) মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। তাও আবার ১০ উইকেটের লজ্জাজনক হার! বিরাট কোহলির (Virat Kohli) দলকে একেবারে মাটি ধরিয়ে দিয়েছিল বাবর আজম (Babar Azam) অ্যান্ড কোং। রবিবাসরীয় মহারণে দুবাইয়ে মহম্মদ শামি (Mohammed Shami) একেবারেই দাগ কাটতে পারেননি তাঁর পারফরম্যান্সে। ৩.৫ ওভারে ৪৩ রান খরচ করেছিলেন 'সহেসপুর এক্সপ্রেস'। বল হাতে খারাপ পারফরম্যান্সের জন্যই সোশ্যাল মিডিয়াতে শামিকে একের পর এক কুরুচিকর আক্রমণ করা হয়েছে। এমনকী তাঁকে 'গদ্দার' অর্থাৎ দেশদ্রোহীও বলা হয়েছে। শামির পাশে দাঁড়ালেন এবার যুবরাজ সিং (Yuvraj Singh)।