৫টা সোনা সহ মোট ১৯টি পদক জিতে শেষ টিম ইন্ডিয়ার প্যারালিম্পিক্স
এক নজরে ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারতীয় পদক জয়ীরা
সোনাজীয়রা (৫টি সোনা)
অবনী লেখারা (শ্যুটিং, ১০ মিটার এয়ার রাইফেল SH1)
সুমিত আন্তিল (অ্যাথলেটিক্স, জ্যাভলিন থ্রো F64)
মণীশ নারওয়াল (শ্যুটিং, ৫০ মিটার পিস্তল)
প্রমোদ ভাগত (ব্যাডমিন্টন সিঙ্গলস, SL3)
কৃষ্ণ নগর (ব্যাডমিন্টন সিঙ্গলস, SH6)
রুপোজয়ীরা (৮টি রুপো)
ভাবিনা প্যাটেল (টেবিল টেনিস, C4)
নিশাদ কুমার (হাই জাম্প, T47)
যোগেশ কাঠুনিয়া (ডিসকাস থ্রো, F56)
দেবেন্দ্র ঝাঝারিয়া (জ্যাভলিন, F46)
মারিয়াপ্পান থাঙ্গাভেলু (হাইজাম্প, T63)
প্রবীণ কুমার (হাইজাম্প, T64)
সিংহরাজ আদানা (শ্যুটিং, ৫০ মিটার পিস্তল)
সুহাস এল ইয়াথিরাজ (ব্যাডমিন্টন সিঙ্গলস)
ব্রোঞ্জ জয়ীরা (৬টি ব্রোঞ্জ)
সুরিন্দর সিং গুর্জর (জ্যাভলিন থ্রো)
সিংরাজ আধহানা (শ্যুটিং, ১০ মিটার এয়ার পিস্তল)
শরদ কুমার (হাই জাম্প, T63)
অবনি লেখারা (৫০ মিটার রাইফেল থ্রি পজিশন, SH1
হরবিন্দর সিং (তিরন্দাজি, পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ওপেন)
মনোজ সরকার ((ব্যাডমিন্টন সিঙ্গলস, SL3)
কোন প্যারালিম্পিক্সে কটা পদক জেতে ভারত
১৯৭২ হেইডেলবার্গ গেমস: ১টি পদক (১টি সোনা)
১৯৮৪ নিউ ইয়র্ক গেমস: ৪টি পদক (২টি রুপো, ২টি ব্রোঞ্জ)
২০০৪ এথেন্স গেমস: ২টি পদক (১টি সোনা, ১টি ব্রোঞ্জ)
২০১২ লন্ডন গেমস: ১টি পদক (১টি রুপো)
২০১৬ রিও গেমস: ৪টি পদক (২টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ)
২০২০ টোকিও গেমস: ১৯টি পদক (৫টি সোনা, ৮টি রুপো, ৬টি ব্রোঞ্জ)
(১৯৬০ রোম, ১৯৬৪ টোকিও, ১৯৬৮ তেল আভিভ, ১৯৮৮ সিওল, ১৯৯২ বার্সেলোনা, ১৯৯৬ আটলান্টা, ২০০৮ বেজিং প্যারালিম্পিক্সে কোনও পদক জেতেনি ভারত। ১৯৭৬ টরন্টো, ১৯৮০ আর্নহেম প্যারালিম্পিক্সে অংশগ্রহণ করেনি ভারত।)