এই প্রথম পরপর দুটো প্যারালিম্পিক্সে সোনা জিতল ভারত

A G Bengali
টোকিও প্যারালিম্পিক্সে এবার ভারতের সোনা জয়। সোমবার গেমসের সপ্তম দিনে শ্যুটিংয়ে সোনা জিতলেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সোনা জিতলেন অবনী। একেবারে নজির গড়ে সোনা জিতলেন ভারতীয় শুটার। ৬২১.৭ স্কোর করে ফাইনালে পদক জয়েক লক্ষ্যে পৌঁছন ভারতীয় শুটার। পদক সংখ্যার বিচারে এটাই ভারতের সর্বকালের সেরা প্যারালিম্পিক্স হয়ে গেল। এখনই প্যারালিম্পিক্স ভারত সাতটি পদক জিতে ফেলেছে। আরও অন্তত দুটি খেলা থেকে পদক আশার প্রবল সম্ভাবনা রয়েছে। এই প্রথম পরপর দুটো প্যারালিম্পিক্সে সোনা জিতল ভারত। ২০১৬ রিও প্যারালিম্পিক্সে ভারত দুটি সোনা জিতেছিল, আর টোকিও-তে এসেছে একটি সোনা। এই সোনার পাশাপাশি আজ প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রো-তে রুপো জিতলেন ভারতের যোগেশ কাথুনিয়ার। টোকিও প্যারালিম্পিক্সে ভারত এখন ১টি সোনা ৪টি রুপো, ২টি ব্রোঞ্জ জিতেছে। পদক সংখ্যার বিচারে এটাই ভারতের সর্বকালের সেরা প্যারালিম্পিক্স হয়ে গেল। এখনই প্যারালিম্পিক্স ভারত সাতটি পদক জিতে ফেলেছে। আরও অন্তত দুটি খেলা থেকে পদক আশার প্রবল সম্ভাবনা রয়েছে। এতদিন কোনও একটা প্যারালিম্পিক্স গেমসে ভারতের সেরা পারফরম্যান্স ছিল ২০১৬ রিও এবং ১৯৮৪ লস অ্যাঞ্জেলস গেমস।

রিও গেমসে ভারতীয় প্যারা অ্যাথলিটরা ২টো সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ জিতেছিলেন। ১৯৮৪ নিউ ইয়র্ক প্যারালিম্পিক্সেও ভারত ৪টি পদক জিতেছিল। তবে সেবার কোনও সোনা জেতেনি ভারত। সেই ৮৪ প্যারা গেমসে ভারত জিতেছিল ২টি রুপো, ২টি ব্রোঞ্জ। এখনও পর্যন্ত ভারত প্যারালিম্পিক্সে সোনা জেতে ১৯৭২ হিডেলবার্গ গেমস, ২০০৪ এথেন্স ২০১৬ রিও, ও ২০২০ টোকিও-তে। গত প্যারালিম্পিক্সেই ভারত প্রথমবার একই গেমসে একাধিক সোনা জেতে।

Find Out More:

Related Articles: