![মেসির চোখের জল মোছা টিস্যুর দাম জেনে নিন](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/viral/127/messi-tissue-makes-crores90b5fe14-4048-4a0f-a10a-2c96eeafa221-415x250.jpg)
মেসির চোখের জল মোছা টিস্যুর দাম জেনে নিন
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোখ মোছার পর লিওলেন মেসি সেই টিস্যুটি ফেলে দিয়েছিলেন। তাঁর বিদায়ী সাংবাদিক সম্মেলনে হাজির থাকা এক ব্যক্তি সেই টিস্যু পান। তিনি এ বার সেটি বিক্রি করতে চান। মেসির টিস্যু পেপার বিক্রির পিছনে বার্সেলোনার কোনও হাত নেই বলে জানা গিয়েছে। অনেকের ধারণা, এত দাম দিয়ে টিস্যু পেপার কিনতেও কেউ আগ্রহী হবেন না। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চোখ মোছার পর মেসি সেই টিস্যুটি ফেলে দিয়েছিলেন। তাঁর বিদায়ী সাংবাদিক সম্মেলনে হাজির থাকা এক ব্যক্তি সেই টিস্যু পান। তিনি এ বার সেটি বিক্রি করতে চান। মেসির টিস্যু পেপার বিক্রির পিছনে বার্সেলোনার কোনও হাত নেই বলে জানা গিয়েছে। অনেকের ধারণা, এত দাম দিয়ে টিস্যু পেপার কিনতেও কেউ আগ্রহী হবেন না।