ক্রিকেটের মক্কায় দুরন্ত হাফ সেঞ্চুরি মহম্মদ সামি-র। জশপ্রীত বুমরার সঙ্গে জুটি বেঁধে শামি ৬১ বলে হাফ সেঞ্চুরি করলেন। দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে একের পর এক বাঘা বাঘা ব্যাটসম্যানরা যখন ব্যর্থ হলেন, তখন ৯ নম্বরে নেমে সামি করলেন হাফ সেঞ্চুরি। দেশের জার্সিতে ৫৩ তম টেস্ট ম্যাচে খেলতে নেমে শামির এটি প্রথম হাফ সেঞ্চুরি। শেষ অবধি সামি ৭০ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ৪টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি। ক্রিকেটের মক্কায় একেবারে স্টেপ আউট করে ছক্কা হাঁকিয়ে ৫০ পূর্ণ করেন সামি। ঋষভ পন্থ (২২), জাদেজা (৪) আউট হয়ে যাওয়ার পর নামেন শামি। ইশান্ত শর্মা (১৬) আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ড ফিল্ডাররা যখন ব্যাটিংয়ের প্রস্তুতি শুরু করেছিলেন, তখনই শামি, বুমরা জুটি বেঁধে ব্রিটিশদের আশায় জল ঢালেন। বুমরা যখন ক্রিজে নামেন ভারতের ৮ উইকেটে ২০৯ রান। সেখান থেকে ভারত লাঞ্চের পর ডিক্লেয়ার করে উইকেটে ২৯৮ রানে। শামি-বুমরার জুটিতে ওঠে ৮৯টা গুরুত্বপূর্ণ রান। ইংল্যান্ডকে জিততে হলে ৬০ ওভারে করতে হবে ২৭২ রান। তার মানে শামি ব্যাট হাতে নিশ্চিত করলেন দল হারছে না।
এর আগে বেশ কয়েকটি ভাল ইনিংস খেললেও ওয়ানডেতেও কখনও হাফ সেঞ্চুরি করেননি সামি। সামি মনে করালেন অজিত আগরকরের কথা। ২০০২ সালে লর্ডস টেস্ট নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে অজিত আগরকর ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। অবশ্য আগরকর একটা সময় অলরাউন্ডার হিসেবেই খেলেছিলেন। শামিকে দারুণ সঙ্গত দিলেন জশপ্রীত বুমরা। বুমরা ৩৪ রানে অপরাজিত থাকলেন।