'আজ আমি বিদায় জানাচ্ছি। মাত্র ১৩ বছর বয়সে আমি এখানে এসেছিলাম। তারপর ২১ বছর কাটিয়েছি। অবশেষে স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে ক্লাব ছাড়ছি।' ৮ অগাস্ট, ২০২১ বার্সেলোনায় শেষ প্রেস কনফারেন্সে কথাগুলো বলেছিলেন ফুটবলের রাজপুত্র লিওলেন মেসি। এই ঘোষণার পর জল্পনা চরমে পৌঁছয় এবার তিনি কোন ক্লাবের হয়ে মাঠে নামবেন! সবচেয়ে আলোচ্য বিষয় ছিলো প্যারিস সাঁ জাঁ নিয়ে। তবে ছ'বারের ব্যালন ডি'অর জয়ী বার্সেলোনার প্রাক্তন মহাতারকা যে প্যারিস সাঁ জাঁ-তেই যাচ্ছেন সেই খবর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে ফরাসি সংবাদপত্র এল'ইকুইপ(L'Equipe)।
পিএসজি-তে কত নম্বর পরবেন জানুন প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করতে চলেছেন বলে জানিয়েছে এই সংবাদপত্র। দুই বছরের জন্য চুক্তি হওয়ার সম্ভাবনাই প্রবল। পরবর্তী কালে সেটা আরও এক বছর বাড়ানো হতে পারে বলে খবর। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, আজই তিনি প্যারিসের বিমান ধরবেন। বার্সেলোনা নয়া চুক্তি অনুসারে, মেসিকে ধরা রাখতে পারেনি। সেকারণেই তাঁর আপাতত লক্ষ্য লিগ ১ টুর্নামেন্টে ঝড় তোলা। পিএসজি দলে রয়েছেন নেমার এবং এমবাপে। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ যে আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার সের্খিয়ো র্যামোসও সই করেছেন পিএসজি-তে। তাঁদের সঙ্গে মেসি যোগ দিলে ফ্রান্সের ক্লাবের আক্রমণভাগ যে আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার সের্খিয়ো র্যামোসও সই করেছেন পিএসজি-তে।