মহিলা হকিতে আছে ভারতের কিছু সাফল্য

A G Bengali
মহিলা হকিতে ভারতের বলার মত প্রথম সাফল্য ১৯৭৪ বিশ্বকাপে। ফ্রান্সের শহর মান্দেলিউতে আয়োজিত সেই মহিলা হকি বিশ্বকাপে ভারত সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। তবে পশ্চিম জার্মানির বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ০২ গোলে হারায় ব্রোঞ্জ জিততে পারেনি ভারতীয় মহিলা দল। সেটাই ছিল মহিলাদের হকির প্রথম বিশ্বকাপ। ১৯৭৪-এর পর থেকে ২০১৮ সাল পর্যন্ত মহিলাদের হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছে ১৩ বার। প্রথম বিশ্বকাপে গ্রুপ লিগে তিনটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠার কৃতিত্ব দেখানোর পর আর কখনও হকি বিশ্বকাপে ভারত পদক জয় তো দূর থাক, সেমিফাইনালে পর্যন্ত উঠতে পারেনি। বিশ্বকাপের মত অলিম্পিক হকিতেও একই হাল ভারতীয় মহিলা দলের। ১৯৮০ মস্কো গেমসে প্রথমবার অলিম্পিকে মহিলাদের হকি খেলা হয়।

প্রথমবার অলিম্পিকে মহিলাদের হকি খেলায় অংশ নেয় মাত্র ৬টি দেশ। ভারত সেখানে দুটো জয় পেয়ে ৪ নম্বরে শেষ করে। সেই গেমসে পয়েন্ট তালিকায় শীর্ষ থাকায় সোনা জিতেছিল জিম্বাবোয়ে, রুপো চেকস্লোভাকিয়া আর ব্রোঞ্জ পায় সোভিয়েত ইউনিয়ন। এরপর ১৯৮২ সালে দিল্লিতে আয়োজিত প্রথম এশিয়া কাপে সোনা জেতে ভারতীয় মহিলা দল। এশিয়া কাপের সেই সাফল্য অলিম্পিকে মূলপর্বে খেলা দেশগুলির মানের কাছে যথেষ্ট ছিল না। কিন্তু ১৯৮৪ লস অ্যাঞ্জেলস গেমস থেকে ২০১২ লন্ডন অলিম্পিক গেমস পর্যন্ত কোনও গেমসেই ভারতীয় মহিলা হকি দল যোগ্যতাঅর্জন করতে পারেনি। আসলে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, জার্মানিদের মত দেশগুলি মহিলা হকিতে নিজেদের মান এতটা বাড়িয়ে নেয় ভারতীয়রা তার কাছে ধারেকাছে আসতে পারেনি।

Find Out More:

Related Articles: