বুমরার ইন্টারভিউ নিলেন স্ত্রী সঞ্জনা

frame বুমরার ইন্টারভিউ নিলেন স্ত্রী সঞ্জনা

A G Bengali
ক্রিকেটের হাই ভোল্টেজ ম্যাচ শুক্রবার। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার অর্থাত্‍ ১৮ জুন ২০২১। আর তার আগেই আইসিসি'র চমক। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার ইন্টারভিউ নিলেন স্ত্রী সঞ্জনা গণেশন। সেই ভিডিও আইসিসি প্রকাশ করার পরই মুূহূর্তে ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে বুমরার দেওয়া কিছু ছবি নিয়ে তাঁকে প্রশ্ন করেন সঞ্জনা। “কেমন লাগছে তোমার?” সঞ্জনার প্রশ্নে এক গাল হাসি বুমরার। বললেন, “তুমি তো জান আমি কেমন আছি।” গোটা সাক্ষাৎকার জুড়েই ২ জনের এমন খুনসুটি দেখা গেল। সামনে সঞ্জনা আর ক্যামেরা। কোন দিকে তাকাবেন বুঝতে পারছিলেন না বুমরা। সঞ্জনাকেই জিজ্ঞেস করলেন কী করবেন। ক্যামেরার দিকে তাকাতে বলায় বুমরার উত্তর, “চেষ্টা করব।” 

গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতেছে ভারত। সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সঞ্জনা জানতে চাইলেন, 'কেমন ছিল সেই মুহূর্তটা'? একটু সময় না নিয়ে বুমরা বললেন, 'আমি খেলিনি ম্যাচটা। তবে স্মরণীয় মুহূর্ত'। পরের ছবিতে গিটার হাতে বুমরা। সঞ্জনার প্রশ্ন, 'তুমি গিটার বাজাও?' বুমরা বলেন, 'না, না। ২০১৪ সালে শেখার চেষ্টা করেছিলাম। দিদির গিটার এটা। তবে শেখা হয়ে ওঠেনি। কোনও একদিন নিশ্চয়ই শিখব।' দেখুন ICC-র তরফে  প্রকাশ করা সেই সাক্ষাত্‍কার।


এক নজরে ফাইনালের একাদশ 


রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।

Find Out More:

Related Articles:

Unable to Load More