অবসরের পর, দুর্দান্ত স্কোয়ার কাটের পাশাপাশি ক্রিজ ছেড়ে এগিয়ে এসে ছক্কা মারতেও দেখা গেল সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। উইকেট রক্ষক হিসেবেও আগের ছন্দেই রয়েছেন তিনি। ব্যাটসম্যান ক্রিজের একটু বাইরে থাকলেই বেল ফেলে স্টাম্প আউট করতে দেখা যাচ্ছে তাঁকে। সিএসকের প্রকাশ করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে সুরেশ রায়নাকে ছক্কা হাঁকাতে। রায়না ছাড়াও চেতেশ্বর পূজারা, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, স্যাম কারেন, মইন আলি, শার্দূল ঠাকুর, দীপক চাহারদের দেখা যায় ভিডিয়োতে।
অন্যদিকে, আইপিএল নিলামে প্রথম রাউন্ডে 'আনসোল্ড' থাকা হরভজনকে দ্বিতীয় রাউন্ডে ২ কোটি টাকায় টিমে নিয়ে চমকে দিয়েছিল শাহরুখ খানের (Sharukh Khan) ফ্র্যাঞ্চাইজি! হরভজনকে এবার দলে নেওয়াটা সহজ ছিল না বলেই মনে করেন কার্তিক। তিনি বলছেন," ও দীর্ঘদিন ধরে আইপিএল খেলছে। কিন্তু শেষ এক সপ্তাহে ওর আগ্রহ আর তীব্রতা দেখার মতো। সবার আগে হরভজন প্র্যাকটিস সেশনে চলে আসে। এটা ধারাবাহিক ভাবে করছে। আমার মনে হয় ও এখন একটা অন্য মানুষ, যতটুকু আমি ওকে গত সাতদিনে দেখেছি। এমনকী প্র্যাকটিস ম্যাচ সন্ধ্যা সাতটায় থাকলে ও বিকাল চারটের সময় চলে আসে। ব্য়াট করার আগে শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও অইন মর্গ্যানকে (Eoin Morgan) বল করে। এরপর স্ট্রেচিং করে ফের প্র্যাকটিস ম্যাচ খেলে।" গত দুই মরসুমে চেন্নাইয়ের (CSK) জার্সিতে খেলেছেন হরভজন। এবার মিশন কেকেআর।