ছক্কার ক্লাবে এবার শ্রীলঙ্কার থিসারা

A G Bengali
ছয় বলে ছয় ছক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজের সেই ইনিংস যে কোনও ভারতীয়র কাছে এখনও জ্বলজ্বল করছে। এবার সেই ক্লাবে ঢুকে পড়লেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। শ্রীলঙ্কার প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন। সে দেশের ক্লাব ক্রিকেটে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ছয় বলে ছয় ছক্কা হাঁকান থিসারা। আর্মি স্পোর্টস ক্লাবের খেলা ছিল ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। আর্মি ক্লাবের অধিনায়ক থিসারা যখন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন, তখন হাতে ছিল ২০টি বল। শেষ পর্যন্ত তিনি ১৩ বলে ৫২ রান করেন। ব্লুমফিল্ডের অফস্পিনার দিলহান কুরেকে পরপর ৬টি ছয় মারেন থিসারা। মাত্র তিন সপ্তাহ আগে ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ড এই কীর্তি গড়েছিলেন।

অন্যদিকে, শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ভারত। অধিনায়ক হিসেবে নিজের ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ স্মরণীয় করে রাখলেন অধিনায়ক বিরাট কোহলি।  টুইটে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু। ওপেনিং জুটিতে ১০৪ রান তুলে ফেলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করলেও, এদিন ব্যর্থ হলেন কেএল রাহুল। রান পেলেন না বিরাট কোহলিও।শেষপর্যন্ত দলের হার ধরলেন ঋষভ পন্থ ও হর্দিক পাণ্ডিয়া। পন্থ ৬২ বলে ৭৮ এবং হার্দিক ৪৪ বলে ৬৪ রান করেন। পরিস্থিতি অনুযায়ী কার্যকরী ব্যাটিং করলেন শার্দুল ঠাকুর ও ক্রুণাল পাণ্ডিয়া। কিন্তু তাতেও নির্ধারিত ৫০ ওভার পর্যন্ত খেলতে পারল না ভারত। ৪৮.১ ওভারে ৩২৯ রানে শেষ হল ইনিংস।

Find Out More:

Related Articles: